সকল খবরে প্রকাশ,পুলিশ লীগ নিজের হাতে বোমা থাকার কারনে কব্জি হারিয়েছে!!! আসুন একটু যুক্তি দিয়ে দেখি..........
লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ০১ এপ্রিল, ২০১৩, ০৮:৩৬:৩৬ রাত
বাংলাদেশের সাধারন জনগনের টাকায় ভাড়া করা পুলিশ বাহিনী একের পর এক বিতর্কিত পদক্ষেপের কারনে ক্রমশঃ জনগনের আস্তা হারিয়ে পেলছে। ফলে এখন প্রায় জনগনের প্রতিরোধের মাঝে পড়তে হচ্ছে পুলিশ লীগকে। গত শনিবারে একটি মিছিলে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শিবির নেতা-কর্মীদেরকে ধাওয়া করে। ফলে উল্টো মিছিল কারীরা প্রতিরোধ করলে পুলিশ আরো ব্যাপরোয়া হয়ে উঠে। সেই মুহুর্তে এক পুলিশ সদস্য শিবিরকে লক্ষ্য করে বোমা ছোড়ার ইচ্ছায় বোমার পিন খোলার সময় নিজ হাতের কব্জি উড়ে যায়। আমাদের মিডিয়া যার যার অবস্থান থেকে যথারীতি রিপোর্ট করেছে। এখন আসুন একটু যুক্তি দিয়ে বিষয়টা ভেবে দেখি। শিবিরের কোন কর্মী যদি বোমা নিক্ষেপ করতো তাহলে পুলিশ লীগ এর দুহাতের তালুতে নিশ্চয় পড়তোনা? আর তিনি বোমাটি কেচও ধরেননি। তাহলে আমরা কি বুজলাম। যদি বোমা অপর কেউ নিক্ষেপ করতো তাহলে তার একহাত কিংবা শরীরের কোন অংশ অথবা পুরো হাত ক্ষতি গ্রস্ত হতো। এই ভাবে শুধু মাত্র দুই হাতের কব্জি ক্ষতি গ্রস্ত হতোনা। তাই কোন অপপ্রচারে কান না দেওয়ার জন্য সকলকে আহ্বান করছি।
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন